বিজয় দিবসের অনুষ্ঠানে চিহ্নিত স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা অংশ নিতে পারবেন না-স্বরাষ্ট্রমন্ত্রী

সুরমা টাইমস ডেস্ক:: বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে গত বছরের মতো এবারও চিহ্নিত স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা জানান।

গত বছরও বিজয় দিবসের অনুষ্ঠানে চিহ্নিত যুদ্ধাপরাধীদের অংশ গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজয় দিবসের কোনো প্রোগ্রামে চিহ্নিত স্বাধীনতাবিরোধীরা নেতৃত্ব দিতে পারবেন না। কিংবা প্রধান বা বিশেষ অতিথি হিসেবে থাকতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে দেখেছি স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে রাখা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসব জায়গায় তারা প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে থাকতে পারবেন না।’

কাদেরকে যুদ্ধাপরাধী বুঝানো হচ্ছে -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে আমরা তাদেরই বুঝাচ্ছি। এলাকার লোক জানেন কারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, কারা করেননি।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2j1sQjg

November 16, 2017 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top