সুরমা টাইমস ডেস্ক:: পদ্মাবতীর মুক্তি যে বিশ বাঁও জলে, এমনটা ধরেই নিয়েছেন অনেকে। ছবির বিষয়বস্তুকে ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছে, তা প্রতি মুহূর্তেই মোড় পরিবর্তন করে চলেছে। কিন্তু ছবির গোটা টিমও প্রস্তুত ছবির মুক্তির জন্য। আর এরই মধ্যে নতুন করে হুমকি এল রাজপুত কারনি সেনার পক্ষ থেকে৷ ছবি মুক্তি পেলেই নাক কেটে সুপর্ণখার মতো অবস্থা করে দেওয়া হবে দীপিকার। আর এই হুমকির পরেই বিশেষ নিরাপত্তা দেওয়া হল পদ্মাবতী থুড়ি দীপিকাকে।
প্রথম থেকেই ইতিহাস বিকৃত করার অভিযোগ উঠেছে সঞ্জয় লীলা বনশালির এই ছবির বিরুদ্ধে। ছবিতে রানি পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির মধ্যে প্রেমের সম্পর্ক দেখানো নিয়েও বিক্ষোভ প্রদর্শিত হয়। পরিচালক যদিও ভিডিও প্রকাশ করে তাতে জানিয়েছেন, ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি।
পদ্মাবতীর মুক্তি নিয়ে বিক্ষোভ দানা বেঁধেছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে। বিক্ষোভকারীদের দাবি, দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির আক্রমণ থেকে রক্ষা পেতে রানি পদ্মিনী ১৬ হাজার নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু পদ্মাবতী সিনেমায় তার সেই মর্যাদা ও আত্মত্যাগকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি। খিলজির সঙ্গে পদ্মিনীর মুখোমুখি কখনো দেখা না হলেও ছবিতে তাদের মধ্যে একটি স্বপ্নদৃশ্য রাখা হয়েছে।
প্রসঙ্গত, পদ্মাবতীর স্ক্রিনিং হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। এই মর্মে রাজ্যে ছবিটির স্ক্রিনিং-এর বিরোধিতায় নেমেছে উত্তরপ্রদেশ। কেন্দ্রকে দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zIics4
November 17, 2017 at 12:01AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.