নয়াদিল্লি, ২৪ নভেম্বরঃ গুজরাটের মহারণ জমে উঠেছে। প্রথম দফার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। আর সেই পর্ব চুকতেই সর্বশক্তি নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে দুই পক্ষ। কাল ২ দিনের গুজরাট সফরে যাচ্ছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। আর রাহুলের সফর শেষ হওয়ার পরেই রাজ্যে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম গুজরাট সফর। প্রধানমন্ত্রীর সফর চলাকালীনই গুজরাটে পৌঁছে যাবেন প্রায় ৫০ জনের মতো কেন্দ্রীয় মন্ত্রী। পৌঁছে যাবেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। তবে মোদির পর বিজেপির যোগী আদিত্যনাথ খুব সম্ভবত চলতি মাসে গুজরাট যেতে পারবেন না। তিনি ব্যস্ত উত্তরপ্রদেশের নগর নিগম নির্বাচন নিয়ে। আর বিজেপির মতো তারকা সমাবেশ ঘটাতে না পারলেও কংগ্রেসও কিন্তু প্রচারের দৌড়ে খুব একটা পিছিয়ে থাকবে না। দলের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই প্রচারে যাবেন। তবে ভোট পেতে রাহুলের পরে কংগ্রেসের সবচেয়ে বড় ভরসা পাতিদার নেতা হার্দিক প্যাটেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A3GAVa
November 24, 2017 at 01:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন