ব্রাজিলের জাতীয় দলে খেলা রবিনহোর ৯ বছরের কারাদন্ডে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ব্রাজিলের জাতীয় দলে খেলা রবিনহোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ২০১৩-এর একটি গণধর্ষণের মামলায় দোষী প্রমাণিত হয়েছেন রবিনহো এবং আরও ৫ ব্রাজিলিয়। ইতালির কোর্ট রবিনহোকে ৯ বছরের কারাদন্ডের শাস্তি দিয়েছে।

একটি নাইট ক্লাবে ২২ বছরের আলবেনিয়ান মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। আর এই মামলায় রায়দান করে রবিনহো সহ ৫  ব্রাজিলিয়কেই দোষী সব্যস্ত করেছে আদালত। ২০১৫ অবধি ৫ বছর ধরে এ সি মিলানের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। সে সময়কালেই ঘটে এই ঘটনা। এরপর ম্যানচেস্টার সিটি-তে ২ বছর খেলার পর বর্তমানে ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরোতে খেলছেন। এদিকে এদিনের শুনানির সময়ে কোর্টে হাজির ছিলেন না রবিনহো, তাঁর আইনজীবী তাঁকে নির্দোষ দাবি করেন। এদিকে দোষী সব্যস্ত হওয়ার পর ফের আবেদন করছেন রবিনহো। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।

ব্রাজিলিয়ান এই ফুটবলার ফুটবল মানচিত্রে একটি বড় নাম। এসি মিলান, ম্যানচেস্টার সিটি ছাড়াও কেরিয়ারের শুরুতে স্যান্টোস, রিয়াল মাদ্রিদেও খেলেছেন। ৪ মরশুমের ২ টিতে লা লিগা খেতাবও জিতেছিলেন তিনি। এরপর বড় অর্থের বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mYWRVZ

November 24, 2017 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top