ভারতে মেয়ের কাজে খুশি ট্রাম্প

ওয়াশিংটন, ৩০ নভেম্বরঃ ভারতে এসে মেয়ে যেভাবে মুনশিয়ানার পরিচয় দিচ্ছে তাতে খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে টুইটারে মেয়ে ইভাঙ্কার ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। টুইটারে ট্রাম্প লেখেন, দুর্দান্ত কাজ হয়েছে। আমি গর্বিত।  ইভাঙ্কার প্রশংসা করেছেন রাষ্ট্রসংঘে মার্কিন দূত নিকি হ্যালিও। তিনি বলেন, এত ছোট্টো মেয়ে এত ভালো কাজ করেছে, ভাবা যায় না। ইভাঙ্কার থেকে বারতের মহিলারা অনেক কিছু জানতে পারলেন। অন্যদিকে, মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী ফলকনামা প্রাসাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজে অংশ নেন ইভাঙ্কা। অন্যদিকে, হায়দরাবাদে হওয়া জিইএস সামিটকে অত্যন্ত সফল বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র হিদার নর্য়েট জানিয়েছেন,আমি অত্যন্ত খুশি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত মিলিত ভাবে উদ্যোগপতি সম্মেলনের আয়োজন করেছে। ১৫০০ উদ্যোগপতি এক জায়গায় আনা অত্যন্ত সাফল্যের কাজ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j2NkJ9

November 30, 2017 at 11:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top