শ্রীনগর, ৩০ নভেন্বরঃ আবারও উত্তপ্ত হল কাশ্মীর-সীমান্ত। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বদগাম এলাকায় শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলিবিনিময়। বুধবার ভোররাতে সেনা খবর পায় বদগাম এলাকায় লুকিয়ে রয়েছে ৩ সন্ত্রাসবাদী। এরা সকলেই ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে খবর মিলেছে। ভোররাত থেকে জঙ্গিদের সন্ধানে ফুটলিপোরা গ্রামে তল্লাশি শুরু হয়েছিল। সেনাকে আচমকাই সামনে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এদিকে আর কোনও জঙ্গি আশপাশের কোনও গ্রামে লুকিয়ে রয়েছে কি না, সেটা নিশ্চিত করতে সেনাবাহিনীর সাহায্যে এগিয়ে এসেছে পুলিস, সিআরপিএফ এবং এসওজি। সেনাবাহিনী যখন একদিকে গুলিবিনিময়ে ব্যস্ত, তখন আশপাশের গ্রামগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিস ও সিআরপিএফ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2imehu9
November 30, 2017 at 11:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন