নোট বাতিল বড়ো কেলেঙ্কারি, দাবি মমতার

কলকাতা, ৭ নভেম্বরঃ গতকাল টুইটারে নোটবাতিলের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডিপি কালো করে প্রতিবাদের ডাক দিয়েছিলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি আবারও সক্রিয় হলেন সোশ্যাল মিডিয়ায়। আজ ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে মোদি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, কুখ্যাত #Noteban আবার আসছে। নোট বাতিল একটি বড় কেলেঙ্কারি। আবারও বলছি, বড় কেলেঙ্কারি। বিস্তারিত তদন্ত হলেই এটা প্রমাণিত হবে।

কালো টাকার মোকাবিলার জন্য নোট বাতিল করা হয়নি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নোংরা স্বার্থ পূরণে কালো টাকাকে সাদায় পরিণত করাই ছিল এর উদ্দেশ্য। নোট বাতিল করে বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানো, সন্ত্রাসবাদ দমন, কোনওটাই হয়নি, দেশের উন্নয়নেও সাহায্য করেনি এই পদক্ষেপ, দাবি করেন মমতা। তিনি আরও বলেন, বাস্তব অভিজ্ঞতা থেকেই পরিষ্কার, এর ফল হয়েছে একটা মস্ত বড়ো শূন্য!
মুখ্যমন্ত্রীর আরও দাবি, নোট বাতিলের ফলে ইতিমধ্যেই দেশের প্রায় ৩ লক্ষ কোটি টাকার জিডিপি লোকসান হয়েছে। কাজ হারিয়েছেন কোটি কোটি কর্মী। কৃষকদের অনাহারে কাটাতে হয়েছে। কাজ গিয়েছে শতাধিক মানুষের। তিনি দাবি করেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশে ৭৫ হাজার শিল্পপতি ব্যবসা গোটাতে বাধ্য হয়েছেন। আগামীকাল কালা দিবস পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hasndJ

November 07, 2017 at 06:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top