বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি : সিলেটে বর্ণাঢ্য আয়োজন

বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টরি হেরিটেজ) হিসেবে ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন।
আগামীকাল শনিবার এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনি অনুষ্ঠিত হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার জানিয়েছেন, আগামীকাল শনিবার সকালে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এক শোভাযাত্রা হবে। সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে কনসার্ট এবং ৭টায় চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

গত ২৪-২৭ অক্টোবর পর্যন্ত প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে বৈঠক করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি (আইএসি) আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেয় আইএসি।

সূত্র : বাসস



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hRaYr9

November 24, 2017 at 08:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top