তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী বলেছেন, আর্ত পীড়িত মানুষের কল্যাণ সাধন করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অবহেলিত জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি আমাদের যার, যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।
তিনি গতকাল ২৩শে নভেম্বর বৃহস্পতিবার রাতে নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর ৩০তম অভিষেক ও ক্লাবের ১৫০০তম নিয়মিত সাপ্তাহিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মানবতার কল্যাণে রোটারী ক্লাবগুলো বিশ^ব্যাপী তাদের কর্ম তৎপরতার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। বিশে^র অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও সেবামূলক কর্মকান্ডে রোটারী ক্লাবগুলো প্রশংসনীয় কাজ করছে।
ক্লাবের নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও ৩০তম অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি অধ্যাপক মোঃ শাখাওয়াত হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্ষ্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর ডা. মনঞ্জুরুল হক চৌধুরী, নর্থ ইষ্ট এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, পার্ষ্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম. এ. লতিফ, পার্ষ্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর সহিদ আহমেদ চৌধুরী, ডিষ্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট. দিল নাসীন মহসিন, ডিষ্ট্রিক্ট গভর্ণর নমীনী লে. কর্নেল অব. অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুর্টি গভর্ণর রোটারিয়ান মো: ফারুক আহমেদ, এ্যাসিষ্টেন্ট গভর্ণর রোটারিয়ান মো: সেলিম খান, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মুজিবুর রহমান চৌধুরী, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর পার্ষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. বেলাল উদ্দিন আহমদ, রোটারী ক্লাব অব কুমিল্লা সিটি’র পার্ষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী, সিলেট মিড টাউনের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সিরাজ উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রোটারিয়ান এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ।
সেক্রেটারী রিপোর্ট পেশ করে বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান মো: আতিকুর রেজা চৌধুরী। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি মো: জামাল উদ্দিন। দি মিডটাউন স্মরণিকা মোড়ক উম্মচন করেন রোটারিয়ান বিধু ভুষন চক্রবর্তী। প্রধান অতিথির বায়োগ্রাফি পাঠ করেন রোটারিয়ান পিপি মো: দেলোয়ার হোসেন। বোর্ড অব থ্যাংস বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি অধ্যাপক মো: আশিকুজ্জামান। নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মো: আলমগীর হোসেন এর নিকট প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মো: সিরাজ উদ্দিন। নবাগত সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ জাকির আলীর নিকট ক্লাব চার্ডার্ট হস্তান্তর করে বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান মো: আতিকুর রেজা চৌধুরী। উপস্থিত রোটারিয়ান ও আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন রোটারিয়ান পিপি শাহ্ জামাল আহমদ। বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2A8nMSa
November 24, 2017 at 08:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.