ঢাকা, ২৮ নভেম্বর- মুক্তির আগেই নকলের অভিযোগ উঠেছে মালেক আফসারি পরিচালিত অন্তর জ্বালা চলচ্চিত্রের বিরুদ্ধে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। তবে এর আগে ইউটিউবে ছাড়া হয় ছবির ছোট ছোট আশা শিরোনামের একটি গান। গানটির সঙ্গে তামিল একটি ছবির গানের মিল খুঁজে পাওয়া যায় এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়। ২০০৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ভেইল-এর উরুহুদে মারুহুদে শিরোনামের একটি গানের সুর শুধু নয়, দৃশ্যায়নেরও হুবহু মিল খুঁজে পাওয়া যায় মালেক আফসারির অন্তর জ্বালা ছবিতে। এ বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তামিল ছবি থেকে অনুপ্রাণীত হয়ে ছবিটির গান করেছেন তিনি। বলেন, সারা বিশ্বের মানুষই তামিল ছবির নকল করে। তামিল ছবিটি থেকে এভাবে হুবহু একটি গান নেওয়ার আগে তাদের অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পরিচালক আফসারি বলেন, আমি কেন তাদের অনুমতি নেব? ওটা তো কোনো বাংলাদেশের বাংলা ছবি নয়। তবে আমি এই ছবি থেকে অনুপ্রাণীত হয়ে গানটি করেছি। ছবির গানের মতো গল্পটাও কি একই ছবির দ্বারা অনুপ্রাণীত? এমন প্রশ্নের জবাব এড়াতে চাইলেন আফসারি। বললেন, এটা তো এখনই বলা যাবে না। তাহলে দর্শক তো হলে আসবে না। এটা এখন গোপনই থাক। তবে আমি কোনো বুদ্ধিজীবী নই যে মৌলিক ছবি বানাব। তামিল ছবিটির উরুহুদে মারুহুদে ও আফসারির ছবির ছোট ছোট আশা গানটির সুর একই। এই বিষয়টি নিয়ে প্রতিবেদক যোগাযোগ করে গানটির সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভর সঙ্গে। তিনি বলেন, এ বিষয়ে আমি এখন কোনো কথা বলব না। ছবিটি আগে মুক্তি পাক, তারপর কথা বলব। ছোট ছোট আশা শিরোনামের গানিটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও এস আই টুটুল। গানের কথা লিখেছেন সুদ্বীপ কুমার দিপ। ছবিটি প্রযোজনা করছে জেড কে মুভিজ। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও পরী মণি। সূত্র: এনটিভি অনলাইন আর/১২:১৪/২৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BhdEWr
November 28, 2017 at 06:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন