ঢাকা, ২৭ নভেম্বর- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আমির হোসেনের সঙ্গে সঙ্গে মতবিনিময় সভা ছিল চলচ্চিত্র প্রযোজকদের। সামনের দিনগুলোতে কী করে এফডিসিতে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব, মতবিনিময় সভার বিষয় ছিল এটাই। কিন্তু এমন সুন্দর বিষয়ে মতবিনিময় সভায় ঘটে গেল অপ্রীতিকর একটি ঘটনা। মতবিনিময় সভায় মুখোমুখি দুই প্রযোজক। হ্যাঁ। এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্রে সুদিন ফিরিয়ে আনতে মতবিনিময় করতে সোমবার দুপুরে এফডিসিতে সভা আহ্বান করেন। যেখানে প্রযোজক ছাড়াও ছিলেন বেশ কয়েকজন নির্মাতা। দুপুর ১২টায় শুরু হওয়া মতবিনিময় সভায় আমন্ত্রিত প্রযোজকেরা সামনের দিনগুলোতে কী ধরনের কাজ করলে এফডিসিতে নিয়মিত কাজের পরিবেশ ফিরবে সে বিষয়ে নিজেদের মতামত দিচ্ছিলেন। আর এমন সময় মতবিনিময় সভার পরিবেশ উত্তপ্ত করে তুলেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। এমন অভিযোগই উপস্থিত একাধিক নির্মাতা ও প্রযোজকের। জানা যায়, মতবিনিময় সভায় এমডির কাছে নিজের মতামত ব্যক্ত করছিলেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ। এমন সময় সভাকক্ষে প্রবেশ করেই আব্দুল আজিজকে থামানোর চেষ্টা করেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। এরপর আবদুল আজিজ তার বক্তব্য অব্যাহত রাখতে চাইলে সভাকক্ষের টেবিল চাপড়াতে থাকেন মোহাম্মদ ইকবাল। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলেন এবং আবদুল আজিজকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আর এমন ঘটনার সময় চিত্রনায়ক ও প্রযোজক আলমগীর ও নায়করাজ রাজ্জাকের ছেলে সম্রাটকে সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়। এমন ঘটনার পর বেশ কয়েকজন প্রযোজক ও নির্মাতাকে এফডিসিতে ঘটে যাওয়া বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সবাই বিষয়টি এড়িয়ে যান। তবে ঘটনার সময় সভাকক্ষ ত্যাগ করে যাওয়া চিত্রনায়ক আলমগীর বলেন, আমিতো ফোনে কখনো কাউকে কোনো মন্তব্য দেই না কখনো। তবে এফডিসিতে আজকের ঘটে যাওয়া বিষয়টি নিয়ে শুধু এটুকু বলতে পারি যে, এফডিসিতে আজকের ঘটনাটা সুন্দর হয়নি, আমাদের চলচ্চিত্রের জন্য মোটেও ভালো হয়নি। অন্যদিকে প্রযোজক মোহাম্মদ ইকবালকে ফোন করলে তিনি একটি মিটিংয়ে আছেন, এবং পরে এই বিষয়ে কথা বলবেন বলে এই প্রতিবেদককে জানান। তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে ফোনে পাওয়া যায়নি। সূত্র: চ্যানেল আই অনলাইন আর/১২:১৪/২৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iXij9j
November 28, 2017 at 06:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top