জুয়া খেলছেন মোশাররফ করিম। এটা তার কাছে জীবিকা নির্বাহের মাধ্যম। তিনি মানসিকভাবে জুয়া খেলাকে পেশা মনে করেন। তার দৃষ্টিতে চুরি, ডাকাতি কিংবা কোনও মানুষের ক্ষতি করছেন না। বরং বিনিয়োগ করেই উপার্জন হচ্ছে তার। কিন্তু পরিবার ও সমাজ তাকে দেখে ঘৃণার চোখে। বাস্তবে নয়, চরকি টেলিছবিতে মোশাররফকে এমন জুয়াড়ির চরিত্রে দেখা যাবে। তবে তাস নয়, তিনি জুয়া খেলেন চরকি দিয়ে। একজন জুয়াড়ির জীবনকাহিনি তুলে ধরা হয়েছে এখানে। চরকি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ নাজিম উদ্দিন রাজু। তিনি জানালেন, কয়েক মাস আগে এর শুটিং হয়েছে পূবাইলে। তবে এ টেলিছবিতে যে চরকি দেখা যাবে তা বানানোর মজার ঘটনা আছে। পরিচালক রাজু বললেন, তাস এড়াতে বেছে নিয়েছি চরকি। এটা সাধারণত মেলায় দেখা যায়। তাই কোথাও না পাওয়া যাওয়ায় আমার সহকারীকে বলি, গ্যারেজ থেকে রিকশার চাকা ব্যবস্থা করো। এরপর ওটার ওপর একটা বোর্ড বসিয়ে রাজা-প্রজাসহ বিভিন্ন প্রতীক আঁকো। এভাবেই সাজানো হয়েছে চরকি। এ টেলিছবিতে অভিনয় করেছেন মোশাররফের স্ত্রী জুঁই করিম। এছাড়াও আছেন মুকিত জাকারিয়া, আরফান, হোসনে আরা পুতুল ও মতিউর রহমান। আরটিভিতে শুক্রবার রাত ৮টায় দেখানো হবে চরকি। এমএ/০২:৫২/১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jhhifb
November 10, 2017 at 08:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top