নয়াদিল্লি, ১০ নভেম্বরঃ মাঝপথেই বিমান চালানো থামিয়ে নেমে চলে গেলেন পাইলট। ডিউটি শেষ হয়ে গিয়েছে তাই আর বিমান ওড়াবেন না।এমনই ঘটনা ঘটেছে জয়পুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে।
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বিমান লখনউ থেকে জয়পুর হয়ে দিল্লি যাচ্ছিল। রাত ৯ টায় জয়পুর পৌঁছনোর কথা ছিল বিমানটির। কিন্তু রাত দেড়টায় জয়পুর পৌঁছয়। এরপর দিল্লি বিমানবন্দরে ধোঁয়াশা এবং অন্যান্য যান্ত্রিক কারণে রাত ২টো পর্যন্ত বিমানটি জয়পুরেই দাঁড়িয়ে ছিল। আবার বিমানটি টেক-অফের জন্য প্রস্তুত হওয়ার পর, ফের ৩০ মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে। সেইসময়ই বিমানচালক জানান যে তাঁর ডিউটি শেষ ও বিমান ছেড়ে চলে যান তিনি। বিমানের ৪৮ জন্য যাত্রীকে শেষমেশ বিমানবন্দরেই রাত কাটাতে হয়। পরদিন বৃহস্পতিবার সকালে কয়েকজন বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দেন। কয়েকজন অন্য বিমান ধরেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হয়নি তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i0Se99
November 10, 2017 at 02:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন