সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত (৪ নভেম্বর) ঢাকা ডাইনামাটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় বিপিএলের পঞ্চম আসর। (বিপিএল)র সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। সিলেট পর্বের পর বিপিএলের খেলা গুলো বেশ জমে উঠেছে। কোন দলকেই এবারে আসরের ফেবারিট বলা খুবই কঠিন। প্রতিটি ম্যাচেই দল গুলোর জন্য তীব্র প্রতিদ্বন্ধিতা দেখা গিয়েছে। তবে এর মধ্যেই একটু আলাদা করে বলতে গেলে সিলেট সিক্সর্সের কথা বলতে হয়। তারা এখন টেবিলে সব থেকে এগিয়ে আছে। কিন্তু সিলেট সিক্সার্স খুবই সাদা মাঠা দল গড়েছে (বিপিএল)র পঞ্চম আসরে। অন্যদিকে ঠিক বিপরীত চিত্র দেখা গেছে রাজশাহী কিংসের ক্ষেত্রে। তারা অবস্থান করছে টেবিলের তলানীতে। তবে এখনো কিছু নিশ্চিত হয়ে বলার উপায় নেই। কারণ এখনো অনেক গুলো করে ম্যাচ খেলা বাকি আছে দল সবগুলো দলের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র পঞ্চম আসরে ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী (১১ নভেম্বর) শনিবার ঢাকা পর্বের ম্যাচ গুলো মাঠে গড়াবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র সবগুলো দলের পয়েন্ট তালিকা দল-ম্যাচ-জয়-পরাজয়-ড্র-পয়েন্ট-রানরেট সিলেট সিক্সার্স ৪-৩-১-০-৬-(+০.৫৭৫) রংপুর রাইডার্স ২-১-১-০-২-(-০.০১৭) ঢাকা ডায়নামাইটস ২-১-১-০-২-(১.০১১) খুলনা টাইটান্স ২-১-১-০-২-(-১.১১৮) চিটাগাং ভাইকিংস ২-১-১-০-২-(-০.২৮২) রাজশাহী কিংস ২-০-২-০-০-(-০.১২০) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২-১-১-০-২-(০.৪৬৩) এমএ/০৬:৫১/০৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AnOKUV
November 10, 2017 at 12:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top