জাফলংয়ে মাটি চাপায় কিশোরী নিহত,আহত ০৪,যুবলীগ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী জাফলং মন্দিরের জুম এলাকায় মাটি চাপায় এক কিশোরী নিহত হয়েছে। নিহত কিশোরীর নাম চম্পা দাস(১৭)। সে নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার শ্যামপুর গ্রামের রঞ্জিত দাসের মেয়ে।

এছাড়া মাটি চাপায় আহত হয়েছেন জুতি বিকাশ, দিপ্ত সরকার, অজিৎ সরকারসহ আরো চারজন। এ ঘটনায় পূর্বজাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াকে আটক করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী জাফলংয়ের মন্দিরের জুম পাহাড় এলাকা থেকে একটি চক্র দির্ঘদিন থেকে পাথর শ্রমিকদের দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন করেন আব্দুল মালেক , আতাউর রহমান আতাই (মেম্বার), মাতাই ও আটক নানু মিয়াসহ এই চক্রটি । এরই ধারাবাহিকতায় পাথর শ্রমিকরা সোমবার ভোঁরে তাদের জুমে থেকে পাথর উত্তোলন করতে গেলে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাস, পশ্বিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মাটি চাপায় নিহত চম্পা দাসের লাশ উদ্ধার করে সিওমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন জাফলং মন্দিরের জুম এলাকায় মাটি চাপায় নিহতদের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mmowQs

November 13, 2017 at 03:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top