৫ দিন পর খুলল স্কুল, মুখোশ পরে রাস্তায় দিল্লিবাসী

নয়াদিল্লি, ১৩ নভেম্বরঃ দিল্লিতে ৫ দিন পর খুলল স্কুল। মুখোশ পরে রাস্তায় বেরিয়েছেন দূষণে জেরবার দিল্লিবাসী। ধোঁয়াশার জেরে আজও বিঘ্নিত রেল পরিষেবা। ১০ টি ট্রেন বাতিল করা হয়। দেরিতে চলছে ৭০ টি ট্রেন। পঁচিশটি ট্রেন ছাড়ার সময়ে পরিবর্তন করা হয়েছে।

এদিকে, জোড়-বিজোড় নিয়ে আজ ফের পরিবেশ আদালতের তোপের মুখে পড়ে কেজরিওয়াল সরকার । সরকারের সমালোচনা করে আদালতের প্রশ্ন, সরকার আদালতের কাছে না এসে কেন সংবাদমাধ্যমকে আগে জানাচ্ছে?

অন্যদিকে, বায়ুদূষণে জনস্বার্থ মামলার আজ শুনানি সুপ্রিম কোর্টে। শস্য খেতের আগাছা পোড়ানোয় দূষণ হচ্ছে বলে জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zy7dRF

November 13, 2017 at 03:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top