ইন্দিরা গান্ধি শান্তি পুরস্কার পেতে চলেছেন মনমোহন সিং

নয়াদিল্লি, ১৯ নভেম্বরঃ এবছরের ইন্দিরা গান্ধি শান্তি পুরস্কার পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ইন্দিরা গান্ধি মেমোরিয়াল ট্রাস্টের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক আন্তর্জাতিক জুরি মনমোহন সিংহকে সর্বসম্মতভাবে এবছরের পুরস্কার-প্রাপক হিসেবে নির্বাচিত করেছে।

সেখানে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতকে নেতৃত্ব দিয়ে অর্থনৈতিক ও সামাজিক মানোন্নয়ন ঘটানো, বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রতিবেশী রাষ্ট্র সহ বিশ্বের প্রথমসারির দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সর্বোপরি জাতি-ধর্ম নির্বিশষে দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার জন্য মনমোহন সিংকে চলতি বছরের ইন্দিরা গান্ধি শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়ন পুরস্কার দেওয়া হচ্ছে।

তিনি তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দুটি মেয়াদ পূর্ণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং দেশের অর্থমন্ত্রী থাকাকালীনও বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছিলেন তিনি। দেশের আর্থিক বৃদ্ধির হার নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AU6MOJ

November 19, 2017 at 06:12PM
19 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top