কলকাতা, ১৯ নভেম্বর- ভারতের বাংলা চলচ্চিত্র ও বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল দীর্ঘদিন ধরে অসুখে ভুগে অবশেষে আজ রবিবার (১৯ নভেম্বর) মারা গেলেন। আর্টিস্ট ফোরাম থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আজ সকালে কলকাতায় বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত টাটা মেডিকেল সেন্টার অ্যান্ড ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লিভার বাস্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বহুদিন ধরেই মারণরোগ ক্যানসারে ভুগছিলেন। আর সেটাই কেড়ে নিল বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রাণ। অভিনেত্রীর পরিবার থেকে জানানো হয়েছে, কিন্তু গত আগস্ট মাস থেকেই লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। ভরতি ছিলেন হাসপাতালে। কয়েকদিন আগেই বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। রবিবার ফের শারিরীক অবস্থার অবনতি হলে ফের একবার ভরতি করা হয় হাসপাতালে। কিন্তু জীবন যুদ্ধের লড়াই সেখানেই শেষ হয়ে গেল। টলিপাড়াকে অভিভাবকহীন করে চলে গেলেন রীতাদেবী। তাঁর মৃত্যুতে টালিগঞ্জে নেমেছে শোকের ছায়া। উল্লেখ্য, টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ রীতা কয়রাল। দীর্ঘদিন ধরেই টেলিভিশন ও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে অভিনয় জীবনের বেশিরভাগ চরিত্রই ছিল নেগেটিভ। তবুও বাঙালীর ড্রয়িংরুমে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত। নয়ের দশক থেকে মূলধারার সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। বাংলা সিনেমার স্বর্ণযুগে বেয়াদপ হোক কিংবা হালফিলের অঞ্জন দত্ত পরিচালিত দত্ত ভার্সেস দত্ত বা পারমিতার একদিন, নিজস্ব অভিনয়ে জয় করেছেন দর্শকদের মন। তাঁর অভিনীত আরও বেশ কয়েকটি হিট সিনেমা হল- বড় বউ, অসুখ, গুন্ডা, জীবন নিয়ে খেলা, চিরদিনই তুমি যে আমার। ঋতুপর্ণ ঘোষের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। শুধু সিনেমা নয়, সিরিয়ালের জগতেও বেশ নামডাক ছিল তাঁর। সম্প্রতি রাখিবন্ধন সিরিয়ালেও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। সেখানেও তাঁর চরিত্র ছিল নেগেটিভ। সিনেমা, সিরিয়াল ছাড়াও একসময় চুটিয়ে অভিনয় করেছেন বিভিন্ন যাত্রা এবং নাটকেও। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/১৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ARttDd
November 19, 2017 at 11:51PM
19 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top