রাম মন্দিরে ১৪০০ কোটি টাকার দুর্নীতি!

অযোধ্যা, ১৬ নভেম্বরঃ রামমন্দির নিয়ে এবার নতুন বিতর্ক। অভিযোগ এবার আর্থিক দুর্নীতির। বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ আনল সন্তদের আর একটি সংগঠন নির্মোহী আখড়া। ওই আখড়ার সদস্য সীতারাম বলেছেন, ‘রামমন্দিরের নামে ১৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির প্রমাণ রয়েছে আমাদের হাতে।’ তিনি আরও বলেন, ‘আমরা রামের সেবক। আমাদের সংগঠন অর্থের দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বড় দুর্নীতি করেছেন।’ কীভাবে হয়েছে এই দুর্নীতি? জবাবে সীতারাম বলেন, বিশ্ব হিন্দু পরিষদ মন্দির গড়ার জন্য প্রত্যেক বাড়ি থেকে একটা করে ইট চাওয়া হয়েছিল। বেশিরভাগ লোকেই ইট দেননি। পরিবর্তে দিয়েছিলেন টাকা। সেখান থেকেই সরানো হয়েছে এতগুলো টাকা। তবে বিশ্ব হিন্দু পরিষদ এই অভিযোগ অস্বীকার করেছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2myx2Mk

November 16, 2017 at 08:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top