বিশ্বনাথে তিনদিন ধরে যুবক নিখোঁজ

23435603_1948639425384372_1158391222_nবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে তিন দিন ধরে জামাল হোসেন (২৬) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত আকলু হোসেনের পুত্র। এঘটনায় জামাল হোসেনের বড় ভাই কামরুল হোসেন বুধবার রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যান নং- ৪৩৩/১৭।
জানাগেছে, নিখোঁজ জামাল হোসেন পেশায় একজন দর্জি। প্রতিদিনের ন্যায় তিনি গত ৭নভেম্বর সকাল ৯টায় স্থানীয় রামপুর বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে (দর্জি দোকান) যান। দুপুরে বাড়িতে ফিরে এসে খাবার খেয়ে বিকেল ৩টায় কামালবাজারস্থ সোনালী ব্যাংকের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ জানান উক্ত ব্যক্তি তাদের ব্যাংকে যাননি। আত্মাীয়-স্বজন’সহ সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি এবং জামাল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিন্মুক্ত মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ মোবাইল- ০১৭২৪-৬১৬২৩৩ (কামরুল হোসেন)।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2zwWrbZ

November 09, 2017 at 09:16PM
09 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top