বিশ্বনাথে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আহবায়ক কমিটি গঠন

7845বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশ্বনাথে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সুফি সামছুল ইসলামকে আহবায়ক ও চৌধুরী আলী আনহার শাহান-কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত বুধবার শহীদ গুলজারে আলম (র:) কেডেট মাদ্রাসার কনফারেন্স হলে বিকেলে উদযাপন কমিটির সভাপতি সুফি সামসুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ-সম্পাদক তালুকদার মোঃ ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আক্তার আলী, প্রচার সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, লতিফিয়া কারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মনজুর আহমদ, অভিযাত্রিক সম্পাদক কবি রফীকুল ইসলাম মুবিন প্রমুখ।
কমিটি অনান্য দায়ীত্বশীলরা হলেন-যুগ্ন-আহবায়ক মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, মুনীর উদ্দীন, তালুকদার মো.ফয়জুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ আরব খাঁন, মাওলানা মাহবুবুর রহমান আংগুর, সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শেখ শাহিদ, মাওলানা সামছুল ইসলাম খাঁন, মাওলানা মোছাদ্দিক হুসেন হাবিব, মাওলানা আমিরুল ইসলাম, মোহাম্মদ আবুল কাসেম, মো.আব্দাল হুসেন, মুহাম্মদ আবুল কাসেম, হাফিজ ইসলাম উদ্দিন, আজিজ আল-হাসান, কামরুল আশেকী, হাফিজ আছকির আলী, আব্বাস আলী, ছাদিকুর রহমান সাজুল, হাফিজ ময়নুল ইসলাম।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2iIhmAH

November 09, 2017 at 09:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top