সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র তৌরিছ আলীর দাফন সম্পন্ন

IMG_20171105_211228_519বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কালিগঞ্জ বাজারের ভগিরচক নামকস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত তৌরিছ আলীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় নিহতের নিজ বাড়িতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের বাসিন্দা উস্তার মিয়ার পুত্র সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র তৌরিছ আলী রোববার বিকেল ৪টায় বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের ভগিরচক ব্রিজের পূর্বে মটুককোনা গ্রামের পাশে সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারায়। বিশ্বনাথ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। গতকাল সোমবার ময়না তদন্ত শেষে বিকেল ৫টায় নিহত তৌরিছ আলীর মৃতদেহ লোহারগাঁও গ্রামে পৌছলে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবদের করুন আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শোকে মুহ্যমান হয়ে পড়েন এলাকাবাসী। নিহত তৌরিছ আলীর লাশ দেখতে শত শত লোকজন বাড়িতে ভীড় জমান। পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিম জানান, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছিরের চাচতো ভাই নিহত তৌরিছ আলী সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন। গত ৩ নভেম্বর তৌরিছ আলীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে সিলেট থেকে নিজ বাড়ি লোহারগাঁও গ্রামে আসেন। মৃত্যুবার্ষিকীর অনুষ্টান শেষে রবিবার রসুলগঞ্জ বাজার থেকে সিএনজি অটোরিক্সা যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের আওয়াতাধীন শ্রমিকরা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ভগিরচক এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনের কাজের জন্য সড়কের পার্শ্ববর্তি গাছের ডাল কর্তন করছিলেন। বিকেল অনুমান ৪টায় সিএনজি অটোরিক্সা (সিলেট থ ১২-৬৭৫১) মটুককোনা গ্রামের রাস্তার মুখে পৌছা মাত্র কর্তনকৃত একটি ডাল চলন্ত সিএনজি অটোরিক্সার উপর পড়লে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা তৌরিছ আলী ঘটনাস্থলেই প্রান হারান। দুর্ঘটনায় সিএনজি চালক পাটলী ইউনিয়নের ক্ষেত্রপাশা গ্রামের রফিক মিয়া আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পল্লী বিদ্যুতের লাইনম্যান আসিফ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2Aljy9z

November 06, 2017 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top