নিজস্ব প্রতিবেদক:: নগরীতে আনন্দ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যের দলিল (ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেওয়ায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
সোমবার বেলা ১টায় চৌহাট্টা এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে এবং নগরীর জিন্দাবাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান।
রুম্মান বলেন, এ অর্জন দেশবাসীর জন্য গৌরবের। বিশ্বের বুকে বাংলাদেশ এ অর্জনের ফলে আরও মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আব্দুল আলিম তুষার বলেন, এ বিজয় আওয়ামী লীগ-ছাত্রলীগের একার নয়। এ বিজয় দেশ বাসীর। এ বিজয় দেশের ১৬ কোটি জনতার।
কর্মসূচিতে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকসহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yzOmWR
November 06, 2017 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন