সুরমা টাইমস ডেস্ক:: ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজপথে আজ মিছিল হত, বঙ্গবন্ধুর মুক্তি চাই-মুক্তি চাই-মুক্তিচাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা’
দরদ দিয়ে এই গানটি গেয়ে উপস্থিত জনতাকে আবেগপ্রবণ করে তোলেন সিলেটর প্রথম নগরপিতা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
কামরান, সিলেটবাসীর প্রিয় নাম। তিনি একজন কন্ঠশিল্পী হিসেবেও ঘনিষ্টজনদের কাছে পরিচিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনকে ইউনস্কো কর্তৃক স্বীকৃতি দেয়ায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্টানে এই গানটি দিয়ে বক্তব্য শুরু করেন তিনি।
এতে উপস্থিত সবাই তাঁর সাথে সুর মিলান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2A4V6LW
November 25, 2017 at 05:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন