সুরমা টাইমস ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর” বিশ্ব প্রমান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দেশের মানুষকে সাথে নিয়ে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
এ উপলক্ষ্যে আজ শনিবার সারা দেশের মতো সিলেট জেলা প্রশাসন সকাল সাড়ে ১০টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে। আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে শোভাযাত্রা কর্মসূচী শেষ হয়। আজ সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে স্বাধীনতার আলোকে কনসার্ট, এ আয়োজন শেষ হলে রাত ৭ টার দিকে শহীদ মিনারেই প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি হচ্ছে গোটা জাতীর জন্য আনন্দের এবং গর্বের। তাই এ আনন্দ উৎসবে জেলা প্রশাসনের কর্মসূচীতে,মুক্তিযোদ্ভা জেলা ও মহানগর কমান্ড বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করে। জেলা প্রশাসনের পাশাপাশি কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয়ভাবেও সকল পর্যায়ের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zBzOX2
November 25, 2017 at 05:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন