বেলজিয়ামের রাজার সঙ্গে ক্রিকেটে মোজে বীরু

মুম্বই, ১১ নভেম্বরঃ মুম্বইয়ের ওভাল ময়দানে জমজমাট লড়াই রাজা বনাম নবাব। একদিকে নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ। অন্যদিকে বেলজিয়ামের রাজা ফিলিপ। ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বইতে  এসেছিলেন বীরু। আর এদিকে ভারত সফরে এসেছিলেন বেলজিয়ামের রাজা-রানি। আর ইউনিসেফের সেই অনুষ্ঠানে এদের যুগলবন্দিতেই হল ক্রিকেট খেলা।

শুধু রাজা-নবাবের লড়াই নয়। অংশ নিয়েছিল মুম্বইয়ের একঝাঁক স্কুল পড়ুয়া। ম্যাচ শেষে রাজা ফিলিপকে নিজের সই করা ব্যাট উপহার দেন বীরেন্দ্র সেহওয়াগ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ysBNZn

November 11, 2017 at 02:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top