মুম্বই, ১১ নভেম্বরঃ রাজধানী যখন বিষ বাতাসে হাঁসফাঁস করছে, তখনই দেশের বাণিজ্যিক রাজধানী দেখাল এর থেকে বাঁচার বিকল্প পথ। মুম্বই গেলে এখন আপনি চড়তে পারবেন দূষণমুক্ত বৈদ্যুতিন বাসে। বৃহনমুম্বই ইলেক্ট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (B.E.S.T) মুম্বইয়ের রাস্তায় এনেছে ধোঁয়াহীন বৈদ্যুতিন ব্যাটারিচালিত বাস। শুক্রবার ওয়াডালা বাস ডিপোয় শিবসেনার যুবসেনার প্রধান আদিত্য ঠাকরে নতুন বাস যাত্রার সূচনা করেন। ৬টি বাসের বরাত থাকলেও আপাতত ৪টি বাস হাতে পেয়েছে B.E.S.T। বাস প্রতি ব্যয় হয়েছে ১.৬১ কোটি টাকা, যা সাধারণ বাসের প্রায় দ্বিগুণ। আসন সংখ্যা ৩০। একবার ব্যাটারিতে পূর্ণ সময় চার্জ দিলে একটানা ৩০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই বাস। সিএসটি টার্মিনাস থেকে ১৩৮ নম্বর রুট হয়ে চার্চগেট স্টেশন পর্যন্ত যাবে বাস। পরে অন্যত্র ব্যাটারি চার্জের ব্যবস্থা করা হবে এবং যাত্রাপথ বাড়ানো হবে বলে জানিয়েছে B.E.S.T।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ABgJRS
November 11, 2017 at 02:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন