নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১লা এপ্রিল

সুরমা টাইমস ডেস্ক:: নারায়ণগঞ্জ আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে নিরাপত্তার কারণে ৮টি মামলার সাক্ষ্যগ্রহণ শুনানিতে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। ফলে আগামী ১লা এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

রোববার জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল। কিন্তু আসামিকে উপস্থিত করতে না পারায় এ তারিখ পিছিয়ে দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজি আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ৮টি মামলা আদালতে বিচারাধীন।

প্রত্যেকটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। রোববার কয়েকটি মামলার সাক্ষীরা আদালতে হাজির হলেও রাজধানীতে বিএনপির সমাবেশ হওয়ায় কেন্দ্রীয় কারাগার থেকে নিরাপত্তার কারণে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়নি। এতে আদালত আগামী ১লা এপ্রিল ৮টি মামলার সাক্ষীদের হাজির হতে ও নূর হোসেনকে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।

২০১৪ সালের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ ডুবিয়ে দেয়া হয় শীতলক্ষ্যা নদীতে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলার রায়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ই জানুয়ারি নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। যাদের মধ্যে ১৬ জনই র‌্যাব সদস্য।

এছাড়া আরও নয় র‌্যাব সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিলেও নূর হোসেনের মৃত্যুদণ্ড বহাল থাকে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AEL8P6

November 13, 2017 at 02:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top