‘সরকার বিচার বিভাগের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে’

সুরমা টাইমস ডেস্ক:: বিচার বিভাগের মান-সম্মান সরকার ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ অভিযোগ করেন

তিনি বলেন, প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী রায়ে দুর্নীতির কথা বলেছেন। এ জন্যই প্রধান বিচারপতির সঙ্গে এ আচরণ করা হলো।

মওদুদ বলেন, ২৩টি শর্তে বিএনপিকে এ সমাবেশের অনুমতি নিতে হয়েছে। এ শর্ত ও অনুমতি প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই। বৃহত্তম রাজনৈতিক দলকে অনুমতি নিয়ে সমাবেশ করতে হয়। এমন একদিন আসবে যেদিন অনুমতি ছাড়াই জনগণের স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ করবে।

জিয়াউর রহমান মার্শাল ল দেন নাই, ক্রু করেন নাই, কোনো সংসদ ভেঙে দেন নাই বলেও দাবি করেন বিএনপির এ নেতা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mmwKYW

November 13, 2017 at 01:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top