অনেক দিন থেকেই নিক্কিকে গোপনে ভালোবেসে যাচ্ছিলেন রায়ান। কিন্তু বলার সাহসটা হয়ে উঠছিল না। অবশেষে বই এর মোড়ক উন্মোচন মঞ্চে হাজার হাজার মানুষের সামনে টম হ্যাঙ্কস রায়ানের হয়ে নিক্কিকে জিজ্ঞেস করে বসলেন নিকি তুমি কি রায়ানকে বিয়ে করতে রাজি আছো? আর একদমই দেরি না করে নিক্কি উত্তর দেন, হ্যাঁ, অবশ্যই। শনিবার টম হ্যাঙ্কস সেদিন গিয়েছিলেন টেক্সাসের একটি বুক ফেস্টিভ্যালে। সেখানে তার লেখা নতুন বই আনকমন টাইপ : সাম স্টোরিজ বইটি নিয়ে দর্শকদের সাথে দারুণ আড্ডা দেন এ তারকা। অস্কার জয়ী ছবি ফরেস্ট গাম্প এর সেই ফরেস্টকে মনে আছে? বোকাধরনের ফরেস্ট যেন কিছুতেই তার বান্ধবী জেনিকে বলতে পারছিলেন না তার ভালোবাসার কথা। ফরেস্ট গাম্প ছবিতে সেই বোকা ছেলের চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে আছেন দুই বারের অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। নিজে ভালোবাসার কথা বলতে না পারলেও এবার কিন্তু অন্যকে ভালোবাসার বাঁধনে ঠিকই বেঁধে দিলেন এই হলিউড সুপার স্টার। টমের কল্যাণেই রায়ান ম্যকফারলিং পেয়ে গেল তার ভালোবাসার মানুষ নিক্কি ইয়ংকে। তথ্যসূত্র: ইত্তেফাক এআর/২০:৫৮/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zivwTu
November 07, 2017 at 02:58AM
06 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top