রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন প্রদানের দাবিতে চার পৌরসভার কর্মবিরতী

পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জে অর্ধদিবস কর্মবিরতী কর্মসুচি পালন করেছে পৌর কর্মকর্তা কর্মচারীরা।
কর্মসুচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবিব, পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রুহুল আমিন,  আন্দোলন কমিটির সদস্য সচিব জহির উদ্দীন, সহকারী প্রকৌশলী রোকুনুজ্জামান, লাইসেন্স পরিদর্শক মোজলেমা খাতুন,  মার্কেট কর আদায়কারী দিলিপ সরকার। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
দুপুরের পর থেকে আন্দোলনকারীরা কার্যক্রমে ফিরে যান।
শিবগঞ্জ 
 এদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, সরকারী কোষাকার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। শিবগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যš পৌরসভার সকাল কার্যক্রম বন্ধ রেখে পৌর ভবনের সামনে এ কর্মসূচী পালন করে। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও পৌরসভার সচিব মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান, হিসাব রক অফিসার আবদুল কুদ্দুস প্রমূখ। বক্তারা- পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সরকারের কেন্দ্রীয় কোষাকার থেকে প্রদানের দাবী জানান।
নাচোল
 এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে নাচোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার পৌরসভা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।
নাচোল পৌরসভার সহকারী কর আদায়কারী ও নাচোল পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের সভাপতি শাহনেওয়াজ কবিরের সভাপতিত্ব বক্তব্য রাখেন, নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব, হিসাবরক্ষক সোহেল রানা, ভারপ্রাপ্ত কর নির্ধারক মশিদুল আলম, পাম্পচালক জোহরুল ইসলাম রিপন, সার্ভেয়ার মোহাম্মদ আলী, এমএলএসএস মজিবুর রহমান আব্বাস ও জাফর ইকবাল প্রমুখ।
এ সময় বক্তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের জোরালো দাবি জানান।

রহনপুর
এদিকে আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অর্ধদিবস কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার সচিব খাইরুল হক, সহ- প্রকৌশলী রওনাক-ই-খোদা, পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ রহনপুর শাখার সভাপতি ইসমাইল হোসেন, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত।
উল্লেখ্য, রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতার দাবি দাওয়া না মানলে আগামী ১৩ নভেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্তে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2h6SbHL

November 06, 2017 at 08:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top