বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়াল্ড ডকুমেন্টরি হেরিটেজ) হিসেবে সম্প্রতি স্বীকৃতি দেয়ায় সোমবার চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ মিলিত হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি সাকিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ তমাল, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কৌশিক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়ালিদ হোসেন, আদিনা ফজলুল হক সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি নাইমুল হক প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, ইউনেস্কো স্বীকৃতি জাতির জন্য গৌরবের। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর ওই ভাষনই ছিল বাঙ্গালীর মুক্তি সংগ্রামের ডাক। তাঁরা বঙ্গবন্ধু’র আদর্শে দেশ গড়তে সকলের প্রতি আহব্বান জানান।

এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়াল্ড ডকুমেন্টরি হেরিটেজ) হিসেবে সম্প্রতি স্বীকৃতি দেয়ায় ভোলাহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহালত আশরাফুল ইসলাম আসাদের সভাপতিত্ব উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল ইসলাম চুনু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১১-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2izOg6A

November 06, 2017 at 08:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top