নয়াদিল্লি, ৭ নভেম্বরঃ প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের ৫০০ ও ১০০০ টাকার বাতিল নোট বাজেয়াপ্ত করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গ্রেফতার নয়জন। অভিযোগ, ওই নোটগুলির জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে যোগ রয়েছে।
গতকাল রাজধানীর কনট প্লেস এলাকায় সাত জনকে ধরে এনআইএ। বাকি তিনজনকে পরে ধরা হয়। জানা গিয়েছে, চারটি গাড়িতে ২৮ টি কার্টুনে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে যাচ্ছিল ওই অভিযুক্তরা। ধৃতদের জেরার জন্য এনআইএ-র সদর দফতরে নিয়ে আসা হয়।
আগামীকাল ধৃতদের বিশেষ এনআইএ আদালতে পেশ করা হবে।
ধৃতরা হল দিল্লির প্রদীপ চৌহান,ভগবান সিংহ, বিনোদ শ্রীধর শেট্টি, মুম্বইয়ের দীপক তোপরানি, আমরোহার এজাজুল হাসান, নাগপুরের জসবিন্দর সিংহ এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা উমর মুস্তাক দার (পুলওয়ামা), শাহনওয়াজ মির (শ্রীনগর) এবং মহম্মদ ইউসুফ সোফি (অনন্তনাগ)।
কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসে অর্থ যোগানের একটি মামলার তদন্ত করতে গিয়ে ধৃতদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর পায় এনআইএ। তদন্তে জানা যায় যে, ধৃতদের সঙ্গে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের যোগ রয়েছে এবং তাদের কাছে প্রচুর বাতিল নোট রয়েছে। বাতিল নোটগুলি বৈধ নোটে বদলে ফেলার চেষ্টা করতে গেলেই ধরা পড়ে ওই চক্রটি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2m1xcv9
November 07, 2017 at 10:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন