শাবিতে ছিনতাই এবং শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলার ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ধারাবাহিক ছিনতাই এবং শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলার ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ‘ছিনতাই বন্ধ হোক’, ‘হামলাকারীদের বিচার চাই’ ইত্যাদি দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ছিনতাই বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ycdMFN

November 07, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top