কুমিল্লায় ৭ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় এবারের আয়কর মেলায় ৭ কোটি ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত নগরীর নজরুল এভিনিউয়ের কর ভবনে এ মেলা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, এবারের মেলায় কর অঞ্চল-কুমিল্লার অধিভুক্ত কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ছয়টি কর সার্কেল থেকে মোট ৭ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৭৭৫ টাকার কর আদায় হয়েছে।

এর মধ্যে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি ২ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ১৬০ টাকা কর আদায় হয়েছে। মেলায় নতুন ইটিআইএন নিয়েছেন ৩৪৪ জন। এছাড়া ৬ হাজার ৬০৭ জন আয়কর রিটার্ন দাখিল এবং ১৫ হাজার ৪০৬ জন সেবা গ্রহণ করেছেন। মেলায় ছয়টি কর সার্কেলের বুথের পাশাপাশি মুক্তিযোদ্ধা, মহিলা ও সিনিয়র সিটিজনদের জন্য আলাদা বুথ ছিল। কুমিল্লা কর অঞ্চলের সহকারী কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) বাপন চন্দ্র দাস জানান, এবারের মেলায় ১৮টি স্টল ছিল। দর্শনার্থীদের পাশাপাশি নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদেরও কর সম্পর্কে সচেতন করার ব্যবস্থা রাখা হয়।

কুমিল্লা কর অঞ্চলের কমিশনার সামস্ উদ্দিন আহমেদ জানান, কর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এ মেলার আয়োজন করা হয়। আমরা চাই করদাতাদের পাশাপাশি নতুন প্রজন্ম যেন আয়কর সম্পর্কে সচেতন এবং ভবিষ্যতে কর প্রদানে উত্সাহিত হয়।

The post কুমিল্লায় ৭ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব আদায় appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2AkHuK2

November 06, 2017 at 10:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top