লেওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্ম বিক্রি হল রেকর্ড দামে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ প্রখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা ৫০০ বছরের পুরোনো শিল্পকর্ম বিক্রি হয়েছে ৪৫ কোটি ডলারে। শিল্পকর্মটি ‘সালভাতো মুন্ডি’ নামে পরিচিত। এর অর্থ ‘বিশ্বের পরিত্রাতা’। যিশুখ্রিষ্টকে বলা হয় পরিত্রাতা।

নিলাম সংস্থা ‘ক্রিস্টিজ’ লিওনার্দো দা ভিঞ্চির  ছবিটা নিলামে তুলেছিল। এই প্রথম কোনও শিল্পকর্ম এমন রেকর্ড দামে বিক্রি হল। এর আগে ২০১৫ সালের মে মাসে পিকাসোর আঁকা ‘ওমেন অব অ্যালজিয়ার্স’ নামে ছবিটি নিলাম হয়েছিল ১৭.৯৪ কোটি ডলারে। গত কাল সেই রেকর্ড ভেঙে গেল।

‘সালভাতো মুন্ডি’ নামে ছবিটি ভিঞ্চি এঁকেছিলেন ১৫০৫ সালের কিছু পরে। ছবিটি যিশু খ্রিস্টের। ছবিতে তিনি এক হাত তুলে রয়েছেন এবং তাঁর অন্য হাতে রয়েছে একটি কাঁচের গোলক।

তবে এই ছবিটি ঘিরে বহু দিন ধরেই বিতর্ক রয়েছে। ১৯৫৮ সালে ছবিটি লন্ডনে নিলাম হয়েছিল। তখন অনেকেই দাবি করেছিলেন যে, ছবিটি ভিঞ্চি-র নিজের আঁকা হয়। বরং সেটি তাঁরই কোনও শিষ্যের আঁকা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j2F1Mn

November 17, 2017 at 12:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top