গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় হিমবাহে গভীর ফাটল

নুক(গ্রিনল্যান্ডে), ১৭ নভেম্বরঃ পৃথিবীর উত্তর গোলার্ধের গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় হিমবাহ যার নাম পিটারম্যান তাতে নাকি গভীর ফাটল দেখা দিয়েছে। তাপমাত্রা বাড়ার কারণেই এই ফাটল বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। এর জন্য বাড়বে সমুদ্রের জলস্তর। আগে থেকেই সমুদ্রের জলস্তর বাড়ার কারণে সংকটে রয়েছে নিউইয়র্ক, অস্ট্রেলিয়া। বিশ্বের ২৯৩টি উপকূলবর্তী শহরেই এই বিপদসঙ্কেত রয়েছে। যার থেকে বাদ যায়নি ভারতও। গ্রিনল্যান্ডের বরফ যে গলছে তা অনেক আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সেই বিপদবার্তার পরেও বেড়েছে দূষণ। যার জেরে এবার কোপ পড়েছে হিমবাহগুলিতে। আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে একাধিক হিমবাহে ফাটল দেখা দিয়েছে। তারমধ্যে পিটারম্যান হিমবাহ অন্যতম বৃহত্তম। এবার সেটিতেও ফাটল দেখা দেওয়ায় প্রমাদ গুণছেন বিজ্ঞানীরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hHmby5

November 17, 2017 at 12:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top