শ্রীনগর, ১৭ নভেম্বরঃ শুক্রবার সকাল অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে ফের গুলি চালাল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা। তবে সীমান্তের ওপার থেকে গুলি চালানোর আঁচ পেতেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পুঞ্চের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে চলছে গুলি।
সেনাবাহিনী সূত্রে খবর, গুলির পাশাপাশি ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হামলাও চালিয়েছে পাকিস্তান। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় এখনও কেউ হতাহত হয়নি। তবে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পরপরই পুঞ্চ-সহ আশপাশের এলাকা জুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। গোলাগুলির ফাঁকে সীমান্ত পার করে যাতে জঙ্গিরা ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্যও সতর্কতা জারি করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ip9ogL
November 17, 2017 at 12:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন