ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার পর এখনও এক মৌসুম পার হয়নি বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে। এখনই নেইমারকে কেনার জন্য কোমর বাঁধতে শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডিয়ায় ইতিমধ্যেই এ বিষয়টা নিয়ে জোর গুঞ্জন। রিয়াল মাদ্রিদের বিভিন্ন কর্মকর্তা এবং খেলোয়াড়ের পক্ষ থেকে যে সব কথা-বার্তা মিডিয়ায় ভেসে আসছে, তাতে নেইমারকে যে রিয়াল মাদ্রিদ টার্গেট করেই এগুচ্ছে, তাতে আর কোনো সন্দেহ নেই। এই ধারনার পক্ষে আরও জোরালো প্রমাণ দাঁড় করিয়ে দিয়েছেন খোদ মেসি নিজেই। তিনিই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন, রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্যই বার্সেলোনা ছেড়েছেন নেইমার। রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসও ইতিমধ্যে নেইমারকে রিয়াল মাদ্রিদে স্বাগত জানিয়ে রেখেছেন। পিএসজিতে যাওয়ার পর সতীর্থ কাভানি এবং কোচ উনাই এমেরির সঙ্গে বিরোধের জের ধরে প্যারিসে নেইমারের থাকাটা এখন খুব কঠিন হয়ে পড়েছে। সে কারণেই এখন জোর গুঞ্জন, আবারো ক্লাব পরিবর্তন করতে যাচ্ছেন নেইমার এবং সেই গন্তব্য এবার হচ্ছে মাদ্রিদ। সর্বশেষ মাদ্রিদভিত্তিক প্রভাবশালী পত্রিকা মার্কার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করা হয়েছে, ২০০ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনার জন্য এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তবে সেটা জানুয়ারিতে মধ্যবর্তী দল বদলে নয়। মার্কা জানাচ্ছে, ইনজুরি আক্রান্ত জিদানের স্কোয়াডে অন্তত এখন আর স্ট্রাইকার নেয়ার ইচ্ছা নেই রিয়ালের। তাদের লক্ষ্য ব্রাজিলের আরেক উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়র। তারা মার্কেন রিচার্স এবং অ্যনালাইসিস করে নেইমারের জন্য পারফেক্ট সময় বের করেছে, আগামী মৌসুমেই (২০১৮-১৯) ক্রিশ্চিয়ানো রোনালদোর জুটির জন্য আরেকজন তারকা ফুটবলারকে প্রয়োজন। তখনই নেইমারকে কেনার প্রস্তাব দেবে লজ ব্লাঙ্কোজরা। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/১৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zHj5yF
November 13, 2017 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top