ইসলামাবাদ, ১৩ নভেম্বর- সাকিব আল হাসান ও তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে পেশোয়ার জালমিতে খেলেছেন । আগামী আসরেও একই দলে খেলবেন বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটেগরিতে থাকা সাকিবকে গতবারের দল থেকে আগেই ধরে রেখেছিল পেশোয়ার। রোববার টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে একই ক্যাটেগরিতে থাকা তামিমকে দলে নিয়েছে পেশোয়ার। ডায়মন্ড ক্যাটেগরিতে থাকা মাহমুদউল্লাহকে ধরে রেখেছেন আগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্রথমবারের মত এবার পিএসএল খেলতে পারেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের প্রথম আসরে তাকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু চোটের কারণে সেবার খেলতে পারেননি। এবারও তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বাঁহাতি পেসার ছিলেন গোল্ড ক্যাটেগরিতে। ডায়মন্ড ক্যাটেগরির পারিশ্রমিক ৭০ হাজার ডলার, গোল্ড ক্যাটেগরির ৫০ হাজার ডলার। লাহোরে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন ব্রেন্ডন ম্যাককালাম, সুনিল নারাইন, ক্যামেরন দেলপোর্ত, ক্রিস লিন, ইয়াসির শাহ, উমর আকমলদের। সাকিব-তামিমের সতীর্থদের উল্লেখযোগ্য নাম ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, হাসান আলি। কোয়েটায় মাহমুদউল্লাহর সতীর্থদের মধ্যে আছেন কেভিন পিটারসেন, শেন ওয়াটসন, কার্লোস ব্র্যাথওয়েট, রাইলি রুশো, সরফরাজ আহমেদ। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৭:১৪/১৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AyTQxA
November 13, 2017 at 02:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন