জাল ভিসা, আটক জার্মান নাগরিক

লখনউ, ৬ নভেম্বরঃ জাল ভিসা নিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক জার্মান নাগরিক। উত্তরপ্রদেশের সোনেভদ্র জেলার রবার্টসগঞ্জ রেল স্টেশনে এক রেল কর্মীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে ওই জার্মান নাগরিক। অভিযোগ, ওই জার্মান নাগরিকের কাছে জাল ভিসা রয়েছে।

হোলগার এরিক মিস নামে বার্লিনের ওই বাসিন্দা ৩ নভেম্বর রবার্টসগঞ্জের রেল কর্মী আমন কুমারের সঙ্গে ঝামেলায় জড়ান। অভিযোগ, এরপর লাঠিহাতে তিনি ২ পুলিশকর্মীকে আক্রমণ করেন।

আমন কুমারের অভিযোগ, এরিককে তিনি ওয়েলকাম টু ইন্ডিয়া বলে স্বাগত জানালে জবাবে তাঁকে ঘুষি মারেন এরিক। তবে এরিকের দাবি, আমনই তাঁকে মারধর করেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। দুজনেরই ডাক্তারি পরীক্ষা হয়েছে।

এরিকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। গত ৫ জুলাই হিমাচল প্রদেশের কুলুতে ১ ব্যক্তির ওপর তিনি ধারালো অস্ত্র হাতে হামলা চালান। তখনও এরিকের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। কুলুর আদালতে তাঁর পাসপোর্ট ও ভিসা জমা রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lS5UY4

November 06, 2017 at 02:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top