মোগলাবাজারে দুই জুয়াড়ীর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে তীল (জুয়া) খেলার দায়ে গ্রেপ্তারকৃত দুই জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোগলবাজার থানাধিন তিরাশী কোনাবাড়ী গ্রামের মৃত মনহর আলীর ছেলে মো. আমিনুল হক(২৩), একই এলাকার মাহমুদা বাদ এলাকার মহরম আলীর ছেলে মো. জামাল আহম্মেদ(২২)। গত শনিবার বিকেল সাড়ে ৩টায় মোগলাবাজার ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন মোগলাবাজার থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) পলাশ কানু ও সঙ্গিং পুলিশ সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, তীর (জুয়া) খেলা বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করে মোগলাবাজার পুলিশ। এসময় তাদের কাছ থেকে তীর খেলার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদ মোস্তফা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সাজা প্রাপ্ত আসামীদেরকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yxP1Im

November 06, 2017 at 01:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top