মানবতার ডাকে সাড়া দিয়ে রোহিঙ্গাদের পাশে দাড়ালেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ অাফছর

সুরমা টাইমস ডেস্ক:: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়ালেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. অাফছর অাহমদ।
খাদিমপাড়া ইউনিয়নের বিত্তবানদের কাছ থেকে অসহায় রোহিঙ্গা মুসলমানদের জন্য সংগ্রহকৃত প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেন।
অ্যাডভোকেট আফছরের নেতৃত্বে ইউপি সদস্যসসহ ৩০জন শনিবার দিনভর কক্সবাজার উখিয়া শরণার্থী শিবিরে ৪নং ক্যাম্পে অসহায় ১,২০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি পরিবারকে কম্বল, মশারী, গামলা, প্লেট, মোমবাতি, দিয়াশলাই, কয়েল, বিস্কুট, মুড়ি, চিড়া, বদনা, শাড়ি দেয়া হয়।
চেয়ারম্যান অাফছর অাহমদ বলেন, খুব কাছে থেকে দেখলাম অসহায় রোহিঙ্গারা কতটা মানবেতর জীবনযাপন করছে। এখনো ভেসে উঠছে ক্ষুধার্ত, ভীত-সন্তস্ত্র এবং নির্যাতিত রোহিঙ্গাদের মুখচ্ছবি। এরা ‘জাতিগত নিধনে’র শিকার হয়ে আজ নিজ দেশ থেকে জোরপূর্বক বিতাড়িত। খাদিমপাড়া ইউনিয়নবাসীর সহযোগিতায় আমাদের অবস্থান থেকে সাধ্যমত ওদের পাশে দাঁড়িয়েছি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2lVwrnk

November 06, 2017 at 01:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top