বিপিএলের ‘টিম বাস’ গুলো কেমন হলো…

কুমিল্লার বার্তা ডেস্ক ● মাঠে গড়াচ্ছে বিপিএলের পঞ্চম আসর। নতুন নতুন চমক দিয়েই প্রতিটি টিম তাদের দল সাজিয়েছে। তারই সাথে এবারে আসরে প্রত্যেক দল তাদের খেলোয়াড় বহনকারি গাড়িটাও সাজিয়েছে এক ভিন্ন ভিন্ন রুপে। আলাদা আলাদা রঙ ও ডিজাইনে টিম বাসকে নিয়ে গেছে আলাদা উচ্চতায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর শেষ হবে সিলেট পর্ব।

এরপর বিপিএলে মাতবে ঢাকা শহর। ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে ১৬টি ম্যাচ। এরপর বিপিএল যাবে চট্টগ্রাম শহরে। ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ।

এবারের টিম বাস গুলোর মধ্যে সুন্দর ডিজাইন হয়েছে ভাইকিংসের বাস। আলাদাভাবে নজর কেড়েছে কিংসের বাস, প্রায় সব খেলোয়াড়কেই হাইলাইটস করার চেষ্টা করেছে কিংস রাজশাহী। দারুণ ডিজাইন করেছে সিক্সার্স, ডাইমাইটস রাইডার্স। টাইটান্সের বাসের ডিজাইনও ভালো। চলুন দেখেনি সবগুলো দলের ‘টিম বাস’…

১। কুমিল্লা ভিক্টোরিয়ান্স:

২। ঢাকা ডাইনামাইটস:

৩। রাজশাহী কিংস:

৪। খুলনা টাইটানস:

৫। চিটাগাং ভাইকিংস:

 

৬। রংপুর রাইডার্স:

 

৭। সিলেট সিক্সার্স:

The post বিপিএলের ‘টিম বাস’ গুলো কেমন হলো… appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2ivhAeB

November 04, 2017 at 02:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top