চিকিত্সক না থাকায় বিক্ষোভ শিলিগুড়ি হাসপাতালে

শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ বেলা গড়ালেও শিলিগুড়ি জেলা হাসপাতালে শিশু বহির্বিভাগে সকাল থেকে দেখা নেই কোনো চিকিত্সকের। সকাল থেকে বহির্বিভাগের জন্য টিকিট দেওয়া হলেও একজন চিকিত্সকও নজরে পড়েনি সেখানে। ফলে বহির্বিভাগের বাইরে অসুস্থ শিশুদের নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে অবিভাবকদের। বেলা ১ টা পার হয়ে গেলেও কোন চিকিত্সকের দেখা না মেলায় বেশ বিরক্ত হয়ে যান অবাভাবকেরা। ফলে তারা শিশুদের নিয়ে এমারজেন্সিতে চলে আসেন। এমারজেন্সিতে ডাক্তার দেখানোর সময় অত্যাধিক ভিড় থাকায় সেখান থেকে ডাক্তার উঠে চলে যান। এরপরেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় তুমুল বিক্ষোভ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন হাসপাতালের সহকারী সুপার সাগর শীল। পরে এসএনসিইউ-এর শিশু বিশেষজ্ঞদের দিয়ে সেই সব শিশুদের চিকিত্সার ব্যবস্থা করা হয়। হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল জানিয়েছেন, ‘শিশু চিকিত্সকেরা একটি সেমিনারে গিয়েছেন, মুখে জানালেও কোন রকম লিখিত  অনুমতি নেননি তারা।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zkl6Cm

November 04, 2017 at 02:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top