এক যাত্রীকে মাটিতে ফেলে মারলেন ইন্ডিগো কর্মীরা

নয়াদিল্লি, ৮ নভেম্বরঃ  দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে এক বয়স্ক যাত্রীকে মাটিতে ফেলে বেধড়ক মার ইন্ডিগো কর্মীদের। বৃদ্ধ ওই যাত্রীকে মারার আগে টেনে হিঁচড়ে নিয়ে আসেন ওই দুই কর্মী।

প্রসঙ্গত, গরম থেকে বাঁচতে বয়স্ক ওই ব্যক্তি বিমানের উইংয়ের নীচে দাঁড়িয়ে ছিলেন ঘটনার দিন। সেখানে দাঁড়িয়ে তিনি কেরিয়ার বাস আসার অপেক্ষা করছিলেন। সেখানেই আপত্তি ছিল সংস্থার কর্মীদের। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দিয়ে শুরু হয়। যাত্রীর ওপর রেগে যান কর্মীরা। এক কর্মী বাস উঠতে বাধা দেন সেই যাত্রীকে। তারপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মারতে শুরু করেন দুই কর্মী।

অভিযুক্ত দুই কর্মীকে বরখাস্ত করেছে বিমান সংস্থা। পরে ইন্ডিগোর তরফ থেকে ক্ষমাও চাওয়া হয় ওই যাত্রীর কাছে। ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রের। ঘটনাটি ঘটেছে প্রায় সপ্তাহ তিনেক আগে। ভিডিওটি গতকাল রাতে ভাইরাল হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2m1Vt4y

November 08, 2017 at 11:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top