কায়রো, ৮ নভেম্বরঃ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে জন্মানো মেয়েকে বিয়ে করে তাঁর সঙ্গে সবরকম সম্পর্ক স্থাপন করতে পারেন বাবা। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জনপ্রিয় মিশরীয় ধর্মগুরু মাজেন-আল-শেরশাওই। তাঁর দাবি, যেহেতু বিবাহবহির্ভূত সন্তানের আইনি বৈধতা নেই তাই তাঁকে বিয়ে করায় কোনও বাধা নেই ইসলামে। তাঁর দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে জন্মানো সন্তান বাবার নাম বহন করে না। তাই তাকে আধিকারিকভাবে সন্তান বলা যেতে পারে না।
ওই ধর্মগুরু ২০১২ সালে এক ভিডিও প্রকাশ করেন। সম্প্রতি তা ভাইরাল হয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও ঘিরে ঝড় উঠেছে গোটা বিশ্বে। তাঁর বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন প্রায় সবাই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hRBmkM
November 08, 2017 at 12:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন