ঢাকা, ১৮ নভেম্বর- পঞ্চম আসর চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সিলেট পর্ব শেষে এখন চলছে ঢাকা পর্বের খেলা। কিন্তু পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের এখনো তেমন একটা দেখা যায়নি। দেরিতে হলেও আসতে শুরু করেছে দেশটির ক্রিকেটাররা। এরই প্রথম অংশ হিসেবে ঢাকায় পা রেখেছেন চ্যাম্পিয়নস ট্রফি জয়ের তিন নায়ক শোয়েব মালিক, হাসান আলি ও ফখর জামান। এদের সকলেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে মাঠ মাতাবেন। হাসান আলি ও ফখর জামান শুক্রবার রাত ১১টায় আর শোয়েব মালিক শনিবার সকালে ঢাকায় পৌঁছান। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে আলি জানান, কখনো কোনো পর্যায়ে খেলতে বাংলাদেশে আসা হয়নি। এবারই প্রথম আসলাম। পিএসএল ছাড়া এই প্রথম একটা বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এসেছি। সহযোগী ও সিনিয়র ভাইদের কাছ থেকে বিপিএল নিয়ে অনেক গল্প শুনেছি। এদেশের সাধারণ মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে তা আমার জানা। আমি খুবই আগ্রহী নিজের সেরাটা দেয়ার জন্য। আজ সন্ধ্যায় রংপুরের বিপক্ষে কুমিল্লার ম্যাচ রয়েছে। এই ম্যাচেই হয়তো তাদের কাউকে একাদশে দেখা যাবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ কুমিল্লা-রংপুর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ২০১৫ সালে তৃতীয় আসরে শিরোপার স্বাদ পায় কুমিল্লা। ওই আসরে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন মালিক। এক বছর বিরতি দিয়ে আবারো কুমিল্লায় ফিরলেন তিনি। ৪ ম্যাচে ৩ জয় ও ১ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অবস্থান এখন চতুর্থ স্থানে। কুমিল্লার সমানসংখ্যক জয় পেয়েছে কেবল ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্স, তাও যথাক্রমে একটি, দুটি ও তিনটি ম্যাচ বেশি খেলে। কুমিল্লা ভিক্টোরিয়ানস এমনিতেই ছন্দে রয়েছে। দলটির হয়ে ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, জস বাটলার, রশীদ খান, মোহাম্মদ নবী, ডোয়াইন ব্রাভো দারুণ পারফম্যান্স করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ASS7TM
November 19, 2017 at 12:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top