লোভাছড়ায় লোকদেখানো অভিযান!

নিজস্ব প্রতিনিধি:: লোভাছড়ায় অভিযানের খবর পেয়ে ছিটকে পড়ে পাথর ব্যবসায়ীরা। লিজ বর্হিভুত স্থান থেকে নদীর পাড় কেটে যান্ত্রিক পদ্ধতিতে তেরহালি নামক স্থান থেকে সম্পুর্ণ অবৈধ ভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুসি কান্ত হাজং এক অভিযানে যান। তার সাথে উপস্থিত ছিলেন থানার এসআই স্বপন চন্দ্র সরকার, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সম্পাদক আব্দুন নুর, উপজেলা ভুমি অফিসের নাজির মোঃ আব্দুল মজিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। অভিযানের খবর পেয়ে পাথর ব্যবসায়ীরা তাদের দলবল নিয়ে সেখান থেকে ছটকে পড়েন।

এ সময় সহকারী কমিশনার (ভুমি) লুসি কান্ত হাজং, কয়েকজন শ্রমিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, উপজেলার সাতপারী গ্রামের পাথর ব্যবসায়ী ময়নুল ইসলাম ও বায়মপুর গ্রামের প্রভাবশালী পাথর ব্যবসায়ী নুরুল আমিন সেখানে পাথর উত্তোলন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান ময়নুল ও নুরুল আমিন তেরহালি নামক স্থানটি ইজারা নেওয়ার কথা বলে পাথর উত্তোলন করছেন। জানা যায় কোয়ারীর বাহিরে লিজ বর্হিভুত বিভিন্ন স্থান থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা প্রতিদিন পাথর উত্তোলন করছেন। এতে একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে নদীর পাড় কেটে পাথর উত্তোলন করায় নদীর পাড় ভেঙ্গে নিজস্ব গতিপথ হারাচ্ছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এ এলাকার শতাধিক মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এ সব অসাধু ব্যবসায়ীদের কারনে ইতিমধ্যে মুলাগুল পুরান বাজারটি হারিয়ে গেলেও হুমকির মুখে আছে এলাকার জনপদ।

তবে স্থানীয় লোকজন এসব অভিযান গুলোকে লোকদেখানো অবহিত করে বলেন, প্রশাসনের সংবাদ শুনলে তারা নিরাপদে সটকে পড়ে আর ওরা যেতে না যেতেই আবার কাজ শুরু করে এই অসাধু ব্যবসায়ীরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zdgjnN

November 18, 2017 at 06:54PM
18 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top