শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ টোটোর পরিচয় আদায়ে আইএনটিইউসি-র ডাকে মিছিলে পা মেলালো বাম, ডান সমস্ত শ্রমিক সংগঠন। সোমবার সকালে কয়েক হাজার টোটো চালকের মিছিলে অবরুদ্ধ হল শিলিগুড়ি শহর। ১৫ ডিসেম্বরের মধ্যে টিআইএন নম্বর না পেলে শহরে অবরোধের হুমকি দিয়েছে টোটো চালকেরা। এদিন সকালে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে মিছিল করে এসে শিলিগুড়ি পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা।
শিলিগুড়িতে দিনের পর দিন টোটোর সংখ্যা বেড়ে চলেছে। এর জেরে বাড়ছে যানজট। যাত্রী তোলা নিয়ে অটোচালক ও টোটোচালকদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা সমাধানে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও তা সমাধান না হওয়ায় বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার রায়ে আদালত জানিয়ে দেয়, জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো নিষিদ্ধ। পাশাপাশি টোটোর পরিচয় দিতে হবে। সেইমতো রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফে একটি চিঠি দিয়ে শিলিগুড়ি পুরনিগমকে টোটোর টিআইএন নাম্বার দিতে বলে। কিন্তু টিআইএন নম্বর দেওয়া হবে না বলে জানায় পুরনিগম। এরপরই পুরনিগম ঘেরাওয়ের কথা ঘোষণা করে আইএনটিইউসি।
মেয়র অশোক ভট্টাচার্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা পুলিশ ও পরিবহন দপ্তরের সঙ্গে একটি বৈঠক করবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AclZhu
November 27, 2017 at 09:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন